Friday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ এ ১২:৫০ PM

সেবার তালিকা

কন্টেন্ট: পাতা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

নান্দাইল, ময়মনসিংহ।

দপ্তরের নামঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় , নান্দাইল

দপ্তর প্রধানঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

সেবার তালিকা

১। মহিলাদের সেলাই প্রশিক্ষণ প্রদান।

২। মা ও শিশু সহায়তা কর্মসূচি।

৩। ভিডব্লিউবি কর্মসূচি।

৪। ক্ষ্রদ্র ঋন কার্যক্রম ।

৫। নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ।

৬। কিশোর-কিশোরী ক্লাব ।

৭। বিভিন্ন দিবস উৎযাপন।

৮। জয়িতা নির্বাচন।

৯। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্টেশন ও অনুদান বিতরণ।

যোগাযোগঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,

নান্দাইল, ময়মনসিংহ।


ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন